মালয়েশিয়ায় টুইন টাওয়ার কন্ট্রাকশন এর নৈশভোজ ও ঈদ পুনর্মিলনী


পিবিএ ,মালয়েশিয়া: মালয়েশিয়া টুইন টাওয়ার কন্ট্রাকশন এসডিএন বিএইচডি লিমিটেড বার্ষরিক নৈশ ভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কুয়ালালামপুরের পিজে হোটেল হিল্টনে এই নৈশ ভোজ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। টুইন টাওয়ার কন্ট্রাকশন এসডিএন বিএইচডি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নেচার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমকং কোম্পানির সেলস ডিরেক্টর মিস্টার জর্ডান লি।

 

বিশেষ অতিথি ছিলেন মাহিম কন্ট্রাকশান এসডিএন বিএইচডি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাজী , টুইন টাওয়ার কন্ট্রাকশন এসডিএন বিএইচডি লিমিটেড এর প্রোজেক্ট ম্যানেজার মিস্টার দাশ ,এইচএসই গ্লোবাল রিসোর্স এর ম্যানেজিং ডিরেক্টর নূর হিসাম আজমী ,এমএমজেড ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মালিকি জাকারিয়া প্রমুখ।

নৈশভোজে টুইন টাওয়ার কন্ট্রাকশন এসডিএন বিএইচডি লিমিটেড কর্মকর্তা ও কর্মচারী সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।সব শেষে কোম্পানির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

পিবিএ/ কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...