পিবিএ রিপোর্ট: মালয়েশিয়ায় প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ২০১৬ সাল থেকে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া। ধাপে-ধাপে সময় বাড়িয়ে দীর্ঘ আড়াই বছর ধরে চলে এই বৈধকরণ প্রক্রিয়া। শেষ হয় চলতি বছরের ৩০ জুন। কিন্তু এই আড়াই বছরে দেশটিতে বৈধ হওয়ার সুযোগ নিতে গিয়ে প্রতিনিয়ত প্রতারকদের ফাঁদে পড়েছেন অসহায় প্রবাসী বাংলাদেশিরা।
বৈধ করে দেওয়ার নামে অবৈধ কর্মীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে অনেক প্রতারকচক্র। বৈধ হওয়ার জন্য প্রতারকদের হাতে টাকা-পয়সা ও পাসপোর্ট তুলে দিয়েও কপালে জোটেনি বৈধতা। মালয়েশিয়ায় এমন অবৈধ প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৫০ হাজারেরও বেশি। তাঁরা বর্তমানে ইমিগ্রেশন এবং পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এমনই এক প্রতারক চক্র লিটন দেওয়ান গং’র খপ্পরে পড়ে প্রতারিত হন শরীয়তপুরের ১৯ জন। প্রতারক চক্র তাদের কাছ থেকে ৩২ লক্ষ টাকা হাতিয়ে নেয় নিয়ে গা ঢাকা দিয়েছে।
প্রতারণার শিকার মোঃ কাফি সরকার পিবিএ’কে জানান, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িশাল ইউনিয়নের আব্দুল আজিজ দেওয়ানের পুত্র লিটন আজিজ দেওয়ান। পিতা বাংলাদেশে পাসপোর্ট সংগ্রহ এবং বিকাশের মাধ্যমে টাকা গ্রহণের দায়িত্ব পালন করেন। ছেলে লিটন আজিজ দেওয়ান মালেয়শিয়ায় এফটিএম নামের একটি ভুয়া কোম্পানির নামে ১৯ জনের নামে কলিং ভিসা করিয়ে দেয়ার জন্য পাসপোর্ট ও টাকা জমা নেয়। এক পর্যায়ে প্রতারক লিটন দেওয়ান মালেয়শিয়ায় ইমিগ্রেশনের ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা গ্রহণ করে সটকে পড়ে। তার কোম্পানির নামে নানান অভিযোগ থাকলেও ব্যবস্থা গ্রহণ করছে না মালয়েশিয়াস্থ হাই কমিশন। প্রতারণার শিকার লোকজন লিটন দেওয়ানকে ধরতে পারছে না। তাদের দাবী লিটন দেওয়ানের পিতা আব্দুল আজিজ দেওয়ানকে আটক করে আইনের আওতায় আনা হোক।
জানা গেছে, মালয়েশিয়া সরকার অবৈধ কর্মীদের বৈধ করার জন্য দু’টি প্রোগ্রাম চালু রেখেছিলো। এর একটি রি-হায়ারিং প্রোগ্রাম, অন্যটি ই-কার্ড। এই দু’টি প্রোগ্রামকে ঘিরে দেশটিতে গড়ে ওঠে শক্তিশালী একাধিক প্রতারকচক্র। বৈধ হওয়া এবং কাজ পাওয়ার জন্য এই চক্রকে টাকা দিয়ে টিকে থাকতে হয় বাংলাদেশি কর্মীদের। বৈধ করে দেওয়ার নামে জনপ্রতি ৫ থেকে ১০ হাজার রিংগিত হাতিয়ে নিয়েছে চক্রগুলো।
মালয়েশিয়া কাজ করার জন্য কলিং ভিসার নামে প্রতারণা করে যাচ্ছে বহু প্রতারক। তাদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।
লিটন দেওয়ানের প্রতারণার সব সংবাদ বার্তা সংস্থা পিবিএ ধারাবাহিকভাবে প্রকাশ করবে———
পিবিএ/এএইচ