পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়ায় প্রবাসীদের সুলভ মূল্যে মানসম্পন্ন দেশীয় রকমারি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘বাসমতি বিরানী হাউজ’।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের তিতি ওয়াংসার বাংলাদেশী অধ্যুষিত এলাকায় এই রেস্টুরেন্ট উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাজিব আহমেদ।
রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা রাজিব আহমেদ বলেন, মালয়েশিয়া প্রবাসি বাংলাদেশীদের সুলভ মূল্যে সুস্বাদু খাবারের স্বাদ দিতে রেস্টুরেন্টটি কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এসময় কুয়ালালামপুর ছাড়াও তিতিওয়াংসা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, দাতো আবুল কালাম, বাবলা মজুমদারসহ সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পিবিএ/কায়সার হামিদ হান্নান/জেডআই