কায়সার হামিদ হান্নান,পিবিএ,মালয়েশিয়া: বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) এর ২০২০ সেশনের নতুন এক্সিকিউটিভ মেম্বারদের নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর হতে অনতিদূরে রাওয়াং এর ওয়াটারফল ফরেস্ট পার্ক কাঞ্চিং এ অনুষ্ঠিত হল এক্সিকিউটিভ মিটিং ও স্পেশাল ট্রিপ। এক্সিকিউটিভ মিটিং এ সভাপতিত্ব করেন বিএসইউএম এর সভাপতি জহিরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক। এই মিটিং এ এক্সিকিউটিভ মেম্বারদের পরামর্শে বিএসইউএম এর আগামী এক বছরের কর্মসূচীর খসড়া তৈরি করা হয়। কর্মসূচীতে বিভিন্ন ক্যাম্পাসে ক্যারিয়ার রিলেটেড সভা-সেমিনার এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশী ছাত্রদের সফট স্কিল ও কমিউনেকশন ডেভলোপমেন্টমূলক অনুষ্ঠানকে প্রাধান্য দেয়া হয়।
এক্সিকিউটিভ মিটিং শেষে আয়োজিত স্পেশাল ট্রিপ এর আহ্বায়ক ছিলেন সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন ও কো-অর্ডিনেটর ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মুস্তাফিজুর রহমান। এই স্পেশাল ট্যুরে মূল ভলান্টিয়ারদের মধ্যে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও অফিস সম্পাদক এহসানুল হক খান শুভ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তৌহিদ।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি কৃষিবিদ আল মামুন ও শরীফ হোসেন, ট্রেজারার আলমগীর হোসেন ও ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি নাসিম আরাফাত।
কো-অর্ডিনেটর মীর্জা মুস্তাফিজুর রহমানের পরিচালনায় গান-প্রতিযোগিতা, হাইকিং সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এটি একটু আনন্দঘন অনুষ্ঠানে পরিণত হয়। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে থেকে বাসযোগে ৯ টায় রওনা দিয়ে ট্রিপটি শুরু হয় এবং শেষ হয় বিকাল ৫ টায়।
বিএসইউএম এর সভাপতি জহিরুল ইসলাম এক্সিকিউটিভ মিটিং এর পরে স্পেশাল ট্রিপ এর মতো এমন সুন্দর একটি আয়োজনে অংশ নেয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএসইউএম মালয়েশিয়ায় অধ্যনরত ছাত্র-ছাত্রীদের একাডেমিক ও নন-একাডেমিক দক্ষতা বৃদ্ধির জন্য সব ধরনের আয়োজন করে আসছে ও ভবিষ্যতেও করবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সকলকে একই ছাতার নিচে এনে নিজেদের গঠন ও দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানানোই আমাদের উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, এ সংগঠন মালয়েশিয়ায় অবস্থানরত সকল মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন। সকল জাতি,গোত্র,ধর্ম,বর্ণ,রাজনৈতিক দল ও মতের সম্মিলিত এক মিলন মেলা যেখানে আমাদের সবার একটাই মহান পরিচয় আমরা বাংলাদেশী,বাংলাদেশ আমাদের গর্ব। এ দেশের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় আমরা সবাই এক ও একতাবদ্ধ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসইউএম মালয়েশিয়ায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সর্ব বৃহৎ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-ছাত্রীদের জন্য ক্যারিয়ার সেমিনার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গঠনমূলক ও সৃজনশীল নানা ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে।
পিবিএ/এমএসএম