পিবিএ,মালয়েশিয়া: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস’ ইউনিয়ন,মালয়েশিয়া ( বিএসইউএম) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশেষ ঈদ উৎসব ও ডিনার পার্টি।
গত ১১ ই আগষ্ট ঈদুল আযহার রাত কুয়ালালামপুরের পুসাত বাহাসা মায়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া এ আনন্দ মুখর আয়োজন সংগঠনের সভাপতি পিএইচডি গবেষক ফয়জুল হকের তত্ত্বাবধানে, সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিনের আহ্বানে ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক ইমনের পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্বলিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়ার অধ্যাপক ড. জিহাদুল করিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি তরুণ শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত এমন চমৎকার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত।আমি গর্বিত এ কারণে যে, আমার দেশপ্রেমে মত্ত বাংলাদেশি সন্তানেরা দেশের বাহিরে থেকেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখতে বলীয়ান। আমি অশেষ ধন্যবাদ জানাই বিএসইউএম এর সভাপতি ফয়জুল হককে, এমন একটি বড় সংগঠনকে সফলভাবে নেতৃত্ব দেয়ার জন্য। এখানে আগত সকল তরুণ ছাত্র-ছাত্রীদের বলছি, তোমাদের হাতেই আমাদের দেশের ভবিষ্যৎ, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনে এক ঝাঁক তরুণের অবদান অনস্বীকার্য। এখন তোমাদের দায়িত্ব সম্প্রীতি ও একতা বজায় রেখে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া এবং দেশের ভাবমূর্তি সর্বকালে সর্বস্থানে বৃদ্ধি করা এবং আজকের অনুষ্ঠানে তোমাদের একতা ও সাংগঠনিক দক্ষতা দেখে আমার বিশ্বাস তোমরা তার চাইতেও বেশি দায়িত্ব পালন করতে পারবে, ইনশা-আল্লাহ।”
বিএসইউএম এর সভাপতি পিএইচডি গবেষক ফয়জুল হক বলেন আজকে বিদেশের মাটিতে সকল বাংলাদেশি ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা একসাথে ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত। আপনাদের সবার স্বত:স্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতা ও সংগঠনের প্রতি অসীম ভালবাসার বদৌলতে আমরা এত সুন্দর অনুষ্ঠান আয়োজনে সফল হয়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকল কমিটি সদস্যদের, যারা এই ঈদের দিনেও সারাদিন ব্যাপী পরিশ্রম করেছেন আমাদের সবাইকে একসাথে ঈদের আনন্দ উপহার দেয়ার জন্য। বিএসইউএম আজ সকল বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থা ও ভালবাসার স্থান। আমরা ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছি দেশের বাইরে একতাবদ্ধ থাকার শক্তি দিয়ে সবকিছুই অর্জন করা সম্ভব। আপনাদের সকলের ভালবাসা পেলে আমরা বিএসইউএম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবো।
লিমককউইং ইউনিভার্সিটির নাফিউ আনোয়ার, সবুজ আহমেদ ইমন এবং শওকত এর নেতৃত্বে পরিচালিত সাংস্কৃতিক অংশে তাদের মনোজ্ঞ বাংলা গানের পাশাপাশি আরও গান পরিবেশন করেন শারমিন, ফারিয়া প্রমুখ। মনোমুগ্ধকর এ সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত দর্শকেরাও অংশ নেয়। এতে একটি আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয় ঠিক যেন বিদেশের মাটিতে একখণ্ড বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রিসার্চ সেক্রেটারি ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার পিএইচডি গবেষক শরীফ হোসেন ও এসিস্ট্যান্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হেল্প ইউনিভার্সিটির আব্দুল্লাহ আল তৌহিদ ,সিনিয়র সহ-সভাপতি ইউনিভার্সিটি মালয়ার শাপলা মেহজাবীন, সহ-সভাপতি ইউনিভার্সিটি পুত্রার নাজমুন নাহার, লিমককউইং ইউনিভার্সিটির আসিফ আশরাফ খান, মাহিমুর রহমান খান, আকিফ আসহাব খান, ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুরের মোহাম্মদ জাহেদ, ইসলামিক ইউনিভার্সিটির হাসিবুর রহমান, নাসিম আরাফাত, রাফি, আবরার, জীবন সহ আরও অনেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসইউএম মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্ব বৃহৎ সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-ছাত্রীদের জন্য ক্যারিয়ার সেমিনার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গঠনমূলক ও সৃজনশীল নানা ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে।
উল্লেখযে পবিত্র রমজানে ইফতার পার্টি, ঈদ পুনর্মিলনী, আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক সন্ধ্যা সহ মাসিক ভিত্তিতে বিএসইউএম এর বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবেই কুরবানীকে ঘিরে জমপেশ খাবার দাবার ঘেরা এ আয়োজন অনুষ্ঠিত হয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল পরিবার-পরিজন থেকে দূরে থাকা সকল বাংলাদেশি শিক্ষার্থীদের বিএসইউএম পরিবারে থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া।
উক্ত অনুষ্ঠান ৩০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সমাজসেবী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।
পিবিএ/কায়সার হামিদ হান্নান/জেআই