কায়সার হামিদ হান্নান,পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ইগনাইট পিচ বিজনেস আইডিয়া কম্পিটিশন-২০১৯’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশী সজল ইসলাম ও ইমরান হোসেন ইমন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রয়েল চুলান হোটেলে বৃহস্পতি ও শুক্রবার আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। আল শারক ইউথ নামে তুরস্কের একটি প্রতিষ্ঠানের আয়োজনে আমেরিকা, ফ্রান্স, তুরস্ক, সিঙ্গাপুর, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ২২০টি টিম এতে অংশ গ্রহন করে।
যাচাই বাছাই শেষে ১০০টি টিম এর মধ্য থেকে ৪০টি টিম ফাইনালে অংশ গ্রহণের সুযোগ পায়। মূল কম্পিটিশনকে দুই ভাগে বিভক্ত করা হয়- একভাগ যারা তাদের ব্যবসাকে দুই বা তারও বেশি সময় ধরে পরিচালনা করছেন। অন্যভাগে রাখা হয় যারা নির্বারিত একটি বিষয়ে নিয়ে ব্যবসায়িক প্ল্যান নিয়ে তৈরি হচ্ছেন।
সজল ইসলাম ও ইমরানের বিজনেস আইডিয়াটি ছিল ‘রাধো’ নামে একটি প্রজেক্ট। যার মূল বিষয়বস্তু হল নারীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। প্রথম পুরস্কার হিসেবে সজল ও ইমরান পেয়েছেন এক হাজার ইউএস ডলার এবং সনদ পত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন মাহাথির মোহাম্মদ। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের অন্যতম শরীক পিপল জাস্টিস পার্টির চেয়ারম্যান আনোয়ার ইব্রাহীম। এছাড়াও স্পিকার হিসেবে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
সজল ইসলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) থেকে সদ্য ইকোনোমিকস এ্যান্ড ফাইন্যান্স বিভাগ থেকে অনার্স শেষ করেন। অন্যদিকে ইমরান একই বিশ্ববিদ্যালয়ে এ্যাকাউন্টিং এ্যান্ড ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সজলের বাড়ি বাংলাদেশের যশোর জেলার সদর থানায় আর ইমরানের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর থানায়।
রাধো’র অন্যতম উদ্ভাবক সজল ইসলাম জানান, আমরা আমাদের এই বিজনেস আইডিয়াকে বাংলাদেশে কাজে লাগিয়ে নারীদের নতুন নতুন এবং নিরাপদ কর্মসংস্থান তৈরি করতে চাই। এ ব্যাপারে অর্থনৈতিক সাপোর্টের জন্য সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পিবিএ/এএইচ