কায়সার হামিদ হান্নান, পিবিএ,মালয়েশিয়া : মালয়েশিয়ায় মাহিম কন্ট্রাকশান লিমিটেড ,মাহিম কন্ট্রাকশান এসডিএন বিএইচডি এর উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুয়ালালামপুরের বুকিটবিনতানের রেস্টুরেন্ট সাহারা কিংএ এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া ব্যাবসায়ী আবু তালেব মোল্লার সভাপতিত্বে তাসনিম ট্রাভেল এন্ড ট্যুরের ব্যাবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম রিপনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টুইন টাওয়ার কন্ট্রাকশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নেচার আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহিম কন্ট্রাকশান লিমিটেড ,মাহিম কন্ট্রাকশান এসডিএন বিএইচডি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাজী ,আনিসুর রহমান ,রুহুল আমিন ,বিল্লাল মাল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ,হাফেজ হাসনাইন ,রুহুল আমিন ,পারভেজ ,কাওসার ,আলম ,জাকির ,শামীম ,আলিফ ,স্বপন ,জিতু , ,রানা সহ -মাহিম কন্ট্রাকশান লিমিটেড ,মাহিম কন্ট্রাকশান এসডিএন বিএইচডি এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পিবিএ/কেএইচ এইচ/জেডআই