মালয়েশিয়ায় মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের ইফতার

কায়সার হামিদ হান্নান ,পিবিএ, মালয়েশিয়া : প্রবাসীদের কল্যাণে গঠিত মালয়েশিয়ায় মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং-এর হোটেল রামদা কেএলসিসিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন নিপুর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এসকে সেন্টুর অনুষ্ঠান পরিচালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়,মালয়েশিয়া এর পিএইচডি গবেষক আলহাজ্ব হজরত মাওলানা মিজানুর রহমান আজহারী।

ইফতার মাহফিলে বক্তারা বলেন এই সমিতি মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের পাশে থেকে কাজ করে যেতে চায়। তাই সমিতির কর্মকাণ্ডের মাধ্যমে মালয়েশিয়াতে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিন ,মোস্তাফিজ ,টুটুল ,আবু তালেব মোল্লা ,ডাক্তার মিজান ও সুলতানা মাহবুবসহ বাংলাদেশ কমিনিটি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ,এসএম রহমান পারভেজ , মাসুদ রানা,সহ আরো অনেকে। পরে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...