মালয়েশিয়ায় রেস্টুরেন্ট রাজধানী-০৩ শুভ উদ্বোধন

কায়সার হামিদ হান্নান, পিবিএ, মালয়েশিয়া : মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন অভিজাত রেস্টুরেন্ট রাজধানী তিন উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান পেতালিং চায়না টাউনে ফিতা কেটে ও দোয়া ও মিলাদ মাহফিলের মার্ধমে উদ্বোধন করেন হোটেলটির কর্ণধার শরীয়তপুরের কৃতি সন্তান মোহাম্মদ কাজী সালাউদ্দিন ও মোহাম্মদ ইমন হাসান ।

রাজধানী তিন এর সত্ত্বাধিকারী বলেন, মালয়েশিয়া প্রবাসি বাংলাদেশীদের সুলভ মূল্যে সুস্বাদু খাবারের স্বাদ দিতে রেস্টুরেন্টটি কার্যকরী ভূমিকা রাখবে।

পরে এক প্রীতিভোজে মিলিত হন প্রবাসী বাংলাদেশিরা।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম, ,মির্জা খোকন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন,তালহা মাহমুদ ,আব্দুল আজিজ ,রাশেদ বাদল ,নজরুল ইসলাম ,মোহাম্মদ উজ্জ্বল ,ইসমাইল হোসেন ,মোহাম্মদ বাশার ,স্থানীয় নাগরিক দাতো সুন্দর ভ্যালু সহ সর্বস্থরের প্রবাসী নেতৃবৃন্দ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...