পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিলের মর্ধ দিয়ে কুয়ালালামপুরের তিতিওয়াংশায় উদ্ভোধন হল রেস্টুরেন্ট আলিশা । শনিবার দুপুরে রেস্টুরেন্টটি ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন রেস্টুরেন্টির সত্ত্বাধাকারী ,নারায়ণগঞ্জের কৃতিসন্তান রাজু ইমান আলী হানিফ।
রেস্টুরেন্টি উদ্ভোধন কালে রাজু ইমান আলী হানিফ বলেন ,মালয়েশিয়া সকল প্রবাসীদের মানসম্মত টাটকা ও সুস্বাধু পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। আন্তরিকতা ও সুন্দর ব্যাবহার করে কাস্টমারদের সর্বোত্তম সেবা করা আমাদের প্রচেষ্টা থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম , নারায়াঙ্গ-০১ রূপগঞ্জ আসনের মনোয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ,শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ ,মির্জা খোকন, তালহা মাহমুদ ,মোশারফ হোসেন ,শহীদুল্লাহ শহীদ ,কাজী সালাউদ্দিন ,মির্জা সালাউদ্দিন ,এসএম বশীর আলম ,মঞ্জু খাঁ ,আহমেদ হোসেন সাগর ,হেলাল খান ,ইমন সাঈদ ,রাশেদ বাদল ,হুমায়ুন কবির ,বিএম বাবুল হাসান ,নূর মোহাম্মদ ভূঁইয়া সহ মালয়েশিয়া অবস্থারত ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজ সেবক, কর্মজীবী, পেশাজীবী ও শিক্ষার্থী সহ অন্যান্যারা।
পিবিএ/বিএইচ