মালয়েশিয়ায় শেখ হাসিনার ১২তম কারামুক্তি দিবস পালিত


পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। বুধবার রাত ৯টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুয়ালালামপুর মহানগর শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এইচ জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া ছাত্রলীগের সহ সভাপতি লায়েক আহম্মেদ।

এ সময় বক্তব্য রাখেন, জহির রায়হান, মালয়েশিয়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মওদুদ মোল্লা, আরফাত হোসেন আলীম ও আবুল কাশেম শাহিন।

১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সমর্থিত ১/১১’র তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী।

সভায় বক্তারা মালয়েশিয়া ছাত্রলীগের সভাপতি শাহিনুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের নেতৃত্বে মালয়েশিয়া ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার শুভ, রোহান শামীম, মো. রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব আলী, সাংগঠনিক সম্পাদক মালেক মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাকিব, আশিকুর রহমান, আরফিন আরিফসহ আরও অনেকে।

পিবিএ/কেএইচএইচ/জেডআই

আরও পড়ুন...