কায়সার হামিদ হান্নান , পিবি, মালয়েশিয়া : জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে নতুন কমিটি নিয়ে অভিষেক ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া মহানগর আওয়ামীলীগ।
বুধবার রাজধানী কুয়ালালামপুরে জালান ইপোর হোটেল ডাইনেস্টিতে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত ও দাড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যেদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মালয়েশিয়া মহানগর আওয়ামীলীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মুকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহীন সর্দার ,মনিরুজ্জামান মনির ,নাজমুল ইসলাম বাবুল ,বিএম বাবুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন মালয়েশিয়া মহানগর আওয়ামীলীগ হতে জামাত শিবিরের বিরুদ্ধে একটি সোচ্ছার সংগঠন যা মালয়েশিয়া মাটিতে জননেত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করে তুলবে সেই সাথে মালয়েশিয়া আওয়ামীলীগকে সহযোগিতা করবে। এই সময় প্রধান অতিথি মালয়েশিয়া মহানগর আওয়ামী লীগকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।
নবগঠিত সভাপতি এ আর মোহাম্মদ মামুন সমাপনী বক্তব্যে বলেন মালয়েশিয়া আওয়ামীলীগ মহানগর শাখার সভাপতি নির্বাচিত করায় আমার রাজনীতির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কথা দিচ্ছি সম্পূর্ণ সততার সহিত এই সংগঠনের সম্মান অক্ষুণ্ন রাখবো এবং সকলের সহযোগীতা ও দোয়া নিয়ে সংগঠনকে পরিপূর্ণ ভাবে সাঁজাতে চাই। বিশেষ করে প্রবাসী ভাইদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই।
পরে এ আর মোহাম্মদ মামুনকে সভাপতি ,মোহাম্মদ রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক,অলিল ফরাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট মালয়েশিয়া আওয়ামীলীগের মহানগর শাখার কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মুকবুল হোসেন মুকুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়া আওয়ামীলীগ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মোল্লা ও যুগ্নসাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকার আর সাংগঠনিক সম্পাদক অনিক আমিন ।
পিবিএ/জেডআই