মালয়েশিয়া নোয়াখালী সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত

পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়া বৃহত্তর নোয়াখালী সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার কুয়ালালামপুরের হোটেল ইস্তানায় এই ঈদ পুনর্মিলনী ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি দাতো আকতার হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুমের অনুষ্ঠান পরিচালনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কনস্যুলার মোহাম্মদ হেদায়েত মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, উপদেষ্টা শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ:বাহার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: মিজানুর রহমান খান, ইকবাল হোসেন, সহ সভাপতি: মোস্তাফিজোর রহমান ঝন্টু, মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা: আবু ইউসুফ সেলিম, সহ সাধারণ সম্পাদক: সজল আক্তার, সহ কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন,প্রচার সম্পাদক: জহিরুল ইসলাম হিরন, সহ প্রচার সম্পাদক: ফিরোজ খান,সহ সমাজ সেবক সম্পাদক মোঃ ইব্রাহিম,সহ দপ্তর সম্পাদক: গোলাম কবির তৌহিদ, হানিফ খান সহ মালেয়শিয়ার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কনস্যুলার মোহাম্মদ হেদায়েত মন্ডল বলেন বাংলাদেশ দূতাবাস সব সময় প্রবাসীদের কল্যানে কাজ করেছে যাচ্ছে। আপনাদের সুখে দুঃখে দূতাবাস আপনাদের পাশে থাকবে। তিনি আরো বলেন বাংলাদেশী মানুষ সম্পর্কে মালয়েশিয়ানরা অবগত আছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবাসে আপনাদের কর্মকান্ডে বাংলাদেশ এর ভাবমূর্তি রক্ষা পায়।এই সময় দূতাবাসের কল্যানে এগিয়ে আসার আহবান জানান তিনি। সমাপনী বক্তব্যে মালয়েশিয়া বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি দাতো আকতার হোসেন বলেন নোয়াখালী সমিতি সময় প্রবাসীদের বিপদে আপদে পাশে থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতায় এই সমিতি সামনে এগিয়ে নিতে চাই।শেষে রেফেল ড্র এর বিজয়ীদের মর্ধে পুরুস্কার প্রদান করা হয়।

পিবিএ/কেএইচ/বিএইচ

আরও পড়ুন...