কায়সার হামিদ হান্নান , পিবিএ, মালয়েশিয়া: মানবতার জননী, বঙ্গবন্ধুর কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে শ্রদ্ধা ভরে স্মরন করেন মালয়েশিয়া আওয়ামীলীগ, সে উপলক্ষে হারুন মিয়াজির কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া।
শনিবার কুয়ালালামপুরের সি মিলেনিয়াম বলরুমে সেলাসা জায়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওহিদুর রহমান ওহিদ যুগ্ন আহ্বায়ক মালয়েশিয়া আওয়ামীলীগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব এ এফ এম ফখরুল ইসলাম মূন্সী, প্রাক্তন মন্ত্রী অর্থ ও নৌপরিবহন মন্ত্রনালয়, বিশেষ অতিথি ছিলেন এ কামাল হোসেন চৌধুরী, সাবেক আহ্বায়ক মালয়েশিয়া যুবলীগ, এবং সন্চালনায় ছিলেন শফিকুর রহমান চৌধুরী, সদস্য আহ্বায়ক কমিটি।
দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ মে বাংলাদেশ আওয়ামীলীগ তথা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ পূর্ন দিন, কেননা এই দিনে আমাদের জননেত্রী শেখ হাসিনা নিজ দেশে ফেরত এসেছেন বলেই আজকের উপমহাদেশের প্রাচীনতম দল আওয়ামীলীগ এবং বাংলাদেশের এক অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই এই দিনটিকে স্মরন করে বিভিন্ন আলোচনার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ সকল মুসলিম উম্মাহ এবং মালয়েশিয়াস্থ সকল প্রবাসী ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাহের।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির আমির, হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ রাহাদ উজ্জামান, শাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী কাউসার হোসেন, মহানগর শাখার সাধারন সম্পাদক আবু বাতেন, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়াজি, হানিফ, যুবলীগের বাবলা মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সেলিম জালাল , সোহাগ, সহ অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি শাহালম হাওলাদার, জাকির, সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগের মোঃ মওদুদ মোল্লা ,রোহান
আহম্মেদ শামিম ,মোঃ রমজান।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ চানমিয়া সভাপতি কেপং শাখা, সোহাগ সভাপতি ক্লাং শাখা, এস এম জাকির সাধারন সম্পাদক রাওয়াং শাখা। এছাড়া অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী মহল উপস্থিত ছিলেন।
পিবিএ/কেএইচএইচ/ জেডআই