মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিবিএ, মালয়েশিয়া: মালয়েশিয়া স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরব উজ্জল সাফল্য ও সংগ্রামের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। শনিবার কুয়ালামপুরের তিতিওয়াংশা স্থানীয় একটি রেস্টুরেন্ট এই উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মশিউর রহমান লিঙ্কন অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়া আওমী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ্ব মুকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনসুর আল বাশার সোহেল, ব্রাউন সোহেল, মোর্শেদ আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জালাল উদ্দিন সেলিম বলেন সেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পরিচিত স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা দেশ ও জনগনের স্বার্থে কাজ করতে সর্বদা ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন হিসেবে সেচ্ছাসেবক লীগ বাংলার ইতিহাসের অংশ হিসেবে থাকবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...