মাশরাফির সেলফিতে বন্দি সব দেশের ক্যাপ্টেইনরা

পিবিএ ডেস্ক: শেষ হল অপেক্ষার প্রহর। পর্দা উঠল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের। বুধবার লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো আয়োজনে নাচ, গান, আতশবাজিতে মত্ত ছিলেন উপস্থিত ৪ হাজার অতিথিসহ বিশ্ববাসী।

মাশরাফির সেলফিতে বন্দি সব দেশের ক্যাপ্টেইনরা

বৃহস্পতিবার (৩০মে) থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের ক্যাপেইনরা। অনুষ্ঠানে যাবার সময় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সেলফিতে বন্দি হন সব দেশের ক্যাপ্টেইনরা।

এদিকে, আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। লন্ডনের বিখ্যাত ভেন্যু দ্য কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

পিবিএ/আরআই

আরও পড়ুন...