মাশরাফি মর্তুজা করোনায় আক্রান্ত

পিবিএ,নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির একান্ত সচিব জামিল আহম্মেদ সানি।
জানাগেছে, কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শনিবার রিপোর্ট জানানো হয় করোনা পজিটিভ এই সংসদ সদস্যের। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে। এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা সিরাজ, তার বড় মেয়ে সঞ্চিতা হক রিক্তা ও মেজো মেয়ে সঞ্জিবা হক রিপার মেয়ে আগামী। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। করোনাভাইরানের প্রকোপ শুরুর পর নিজ নির্বাচনী এলাকায় আসেন মাশরাফি বিন মর্তুজা। এসে করোভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করেন। এদিকে মাশরাফি বিন মর্তুজা করোনভাইরাসে আক্রান্তের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তার ভক্তরা দ্রুত রোগমুক্তি কামনা করেন। নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ফেসবুকের নিজস্ব আইডিতে লিখেছেন, হাজারো বিপর্যয় কে করেছো জয়, করোনা ভাইরাসে হবে না তোমার ক্ষয়। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। আবারও জনকল্যাণে কাজ করবে। আমার সহযোদ্ধা ও স্নেহের ছোট ভাই মাশরাফি বিন মুর্তজার জন্য সবাই দোয়া করবেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, মাশরাফি আমাদের অনুপেরণা ও নড়াইল রাজনীতির মডেল। গণমানুষের হৃদয়ের স্পন্দন মাশরাফি বিন মর্তুজার করোনা মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মাশরাফি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন যোগ দিবেন মানুষের কল্যাণের কাজে।

পিবিএ/শরিফুল ইসলাম/এমআর

আরও পড়ুন...