‘মায়াবতী হিজরার চাইতেও অধম‘!

পিবিএ ডেস্ক : বিরোধীদের আক্রমণ করতে গিয়ে কু-কথায় পঞ্চমুখ ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেত্রী সাধনা সিং। শালীনতার সীমা লঙ্ঘন করে তিনি বিএসপি সুপ্রিমো মায়াবতীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরুষ না নারী সেটাই বুঝতে পারি না। তিনি হিজরার চাইতেও অধম’।

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক দল সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি একসঙ্গে হাত মিলিয়েছে। গত উপনির্বাচনে জোট বেঁধে ভালো ফল পেয়েছিল তারা। বিজেপির প্রার্থী সেখানে বিশেষ সুবিধা করতে পারেননি। তাই এই জোটকে কটাক্ষ করে তীব্র আক্রমণ করেন সাধনা। গত শনিবার একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি একের পর এক কটুক্তি করেন মায়াবতীকে লক্ষ্য করে।

১৯৯৫ সালে সমাজবাদী পার্টির কর্মীদের হাতে শারীরিক হেনস্থা হন মায়াবতীসহ বিএসপির বেশ কয়েকজন নেতা-নেত্রী। সেই ঘটনা উল্লেখ করে সাধনা বলেন, ‘উনি পুরুষ না মহিলা বুঝতে পারি না। ওর কোনও মান-সম্মানবোধ নেই। দ্রৌপদীরও বস্ত্রহরণ হয়েছিল। কিন্তু প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি। যে মহিলার সম্মান রয়েছে তিনি এমনটাই করবেন। কিন্তু মায়াবতীকে দেখুন। ক্ষমতার লোভে সমস্ত অপমান ভুলে নিয়ে তার সম্মান যারা লুট করেছে তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন মায়াবতী জি। তিনি নারী জাতির কলঙ্ক। উনি হিজরার চাইতেও অধম।’

এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র বলেন, ‘আমাদের দলের সভাপতির বিরুদ্ধে যে কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে, তা থেকেই বিজেপির লেভেল বোঝা যায়। তার সঙ্গে এটাও বোঝা যায় যে সাধনা মানসিক রোগী। এ ধরনের মানুষদের আগ্রা বা বরেলির মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...