মায়ের পুঁতে দেওয়া জ্যান্ত নবজাতককে উদ্ধার করল পোষ্য কুকুর

পিবিএ,ডেস্ক: জীবন্ত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষ্য কুকুর। পোষ্য ওই কুকুরটির নাম পিংপং। সম্প্রতি এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক গ্রামে।


জানা গেছে, নিজের সন্তান প্রসবের বিষয়টি গোপন করতেই নবজাতকটিকে মাটিতে পুঁতে ফেলে তার কিশোরী মা। স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদ নিউজপেপারের বরাত দিয়ে বিবিসি জানায়, মাটির নিচে শিশুর অবস্থান টের পেয়ে কুকুরটি চিৎকার করতে থাকে এবং মাটি খুঁড়ে তাকে বের করার চেষ্টা করে।

পরে কুকুরটির মালিক দেখতে পান মাটি থেকে একটি শিশুর পা বের হয়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানায় নবজাতকটি সুস্থ আছে।

পিং পং নামের ওই কুকুরটির মালিক উসা নিসাইখা জানান, ‘প্রাইভেট কারের ধাক্কায় কুকুরটি একটি পা হারায়। আমি তাকে কাছে রেখেছি, কারণ সে খুবই অনুগত। তাকে পুরো গ্রামের মানুষ ভালোবাসে। এটা খুবই চমৎকার।’

এদিকে কিশোরী ওই মায়ের বিরুদ্ধে শিশু পরিত্যাগ ও হত্যা চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। সে এখন তার বাবা-মা ও একজন মানসিক চিকিৎসকের তত্ত্বাবধায়নে রয়েছে। আর নবজাতকটিকেও দেখভালের দায়িত্ব নিয়েছেন কিশোরীটির বাবা-মা।

পিবিএ/হক

আরও পড়ুন...