মায়ের সঙ্গে সালমানের নাচ ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। এখনও এ ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে বিয়ে না করলেও পরিবারের সঙ্গে তার শক্ত বন্ধন রয়েছে। বাবা-মা, ভাই-বোন সবাইকে ভীষণ ভালোবাসেন। তারই যেন প্রমাণ মিলেছে একটি ভিডিওতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, সালমান খান তার মা সালমা খানের হাত ধরে হিন্দি ও ইংলিশ গানের সঙ্গে নাচছেন। ছেলেকে পেয়ে মা সালমা খানও ভীষণ উচ্ছ্বসিত।

ভিডিওর নিচে অনেকে মন্তব্য করছেন। গৌরি শর্মা নামে একজন লিখেছেন, ‘মা খুব সুন্দর। সৃষ্টিকর্তা তার সহায় হোন। অশ্বিন নামে একজন লিখেছেন, ‘তোমার (সালমান) মতো সন্তান জন্ম দিয়েছেন তিনি। সুতরাং তোমার মা খুবই ভাগ্যবতী।’ জানা যায়, ভিডিওটি কয়েক মাস আগের। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এটি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...