মা‌টিরাঙ্গায় বিষপা‌নে চি‌কিৎসাধীন যুব‌কের মৃত‌্যু

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা প্রতি‌নি‌ধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সু‌নিল ত্রিপুরা (২০) না‌মে এক যুবক বিষ পা‌নের পর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (৪ মার্চ) ভো‌রে চি‌কিৎসাধীন অবস্থায় মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে তি‌নি মারা যান। সু‌নিল মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌নের ৬নং ওয়ার্ড রিংখুন পাড়‌ার স্থানীয় সু‌বিকাশ ত্রিপুরার ছে‌লে।

পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, সু‌নিল অনেকটা মান‌সিক ভারসাম‌্যহীন স্মৃ‌তিশ‌ক্তি লোভ প্রাপ্ত ছিল। গত ২৭ ফেব্রুয়ারি ভুলবসত কিটনাশক পান কর‌লে তাৎক্ষ‌নিক মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তী করা হয়। চিকিৎস‌াধীন অবস্থায় আজ ৪মার্চ ভো‌রে মারা যায়।

কর্তব‌্যরত চি‌কিৎসক বিষয়‌টি মা‌টিরাঙ্গা থানা‌কে অবহিত কর‌লে বি‌ধি মোতা‌বেক এস আই কা‌জি হুমায়ুন ক‌বির হাসপাতা‌লে লা‌শের সুরত হাল প্রতি‌বেদন তৈরী ক‌রেন এবং লা‌শের ময়না তদ‌ন্তের জন‌্য খগড়াছ‌ড়ি সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হয়।

মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ মো: জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এ বিষয় থানায় এক‌টি অপমৃত‌্যুর মামলা হ‌য়ে‌ছে। মামলা নং ০৩। লাশ ময়না তদ‌ন্তের জন‌্য খাগড়াছ‌ড়ি সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন...