মা‌টিরাঙ্গায় হিটস্ট্রোকে মৃত্যু, বি‌জি‌বি’র সহায়তায় বাড়িতে প্রেরণ

মো: এনামুল হক,মা‌টিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় হিটস্ট্রোকে চান মিয়া (৫৫) না‌মে আকম্মিক একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৫ এপ্রিল) বি‌কে‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলার তবলছড়ি বাজারে এ ঘেটনা ঘ‌টে।

প্রয়াত চান মিয়া পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছি‌লেন। তি‌নি চাঁদপুরজেলার হা‌জি গঞ্জ জেলার উপ‌জেলার পুর্ব রাজার গাঁও গ্রা‌মের মৃত ক‌রিম ব‌্যাপ‌া‌রীর ছে‌লে বলে জানা যায়।

তবলছ‌ড়ি বাজা‌রের স্থানীয় সূ‌ত্রে জানা যায়, চান মিয়া দীর্ঘ ৭/৮ বছর থেকে তবলছড়ি বাজারে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত ছিলেন। সে একজন প্রবাসী ছিলেন। দেশে এসে প্রতারণার স্বীকার হয়ে নিঃস্ব হ‌য়ে যায়। জীবন ও জী‌বিকা নির্বা‌হের তা‌গি‌দে দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র ব্যবসা করে অসহায়ভাবে জীবন-যাপন করতেন। গ্রী‌ষ্মের শুরু‌তে তাপমত্রার প্রখরতায় আকম্মিক হিটস্ট্রোক ক‌রে চান মিয়া মারা যায়।

ঘটনার বিষয় বিস্তা‌রিত অবগত হ‌য়ে যামিনীপাড়া জোন কমান্ডার (২৩‌বি‌জি‌বি ) লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম এর নির্দেশনা অনুযায়ী জোন এনসিও‘র নের্তত্বে একটি টহল দল ঘটনাস্থলে গি‌য়ে জোন এবং স্থানীয় জনসাধাণের সহায়তায় মৃত চান মিয়ার কাফনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জোনের নিজস্ব খরচে এ্যাম্বুলেন্স ভাড়া করে মরহুমের বাড়িতে প্রেরণ করা হয়। এতে সর্বমোট ১৭ হাজার টাকা ব্যয় করা হয়।

আরও পড়ুন...