মা‌টিরাঙ্গা সেনা জোন কর্তৃক এতিম‌দের ইফতার ও খাবার বিতরণ

মো: এনামুল হক,মাটিরাঙ্গা প্রতিনিধি: শা‌ন্তি স‌ম্প্রীতি ও উন্নয়‌নের ধারায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করে‌ছে বাংলা‌দেশ সেনাবা‌হিনী মা‌টিরাঙ্গা জোন।

রোববার (২ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার হাতিয়া পাড়া মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং নতুন পাড়া হাফিজিয়া কারেনিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় মোট ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়ে‌ছে।

এছাড়াও অত্রাঞ্চলে বসবাসরত স্থানীয় দুঃস্থ ও অসহায় আ‌রো ১শত পরিবার মা‌ঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়ে‌ছে।

এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয় দুঃস্থ ও অসহায় জনগন বাংলা‌দেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোনের ইফতার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মহান র‌বের নিকট সন্তু‌ষ্টি জ্ঞাপন ক‌রেন ।

এ সময়, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি এবং মা‌টিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...