মা হতে চলেছেন কল্কি

পিবিএ ডেস্ক: অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন হয়েছে। কিন্তু সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে কল্কি কেকলান জানান, তিনি মা হতে চলেছেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। এতদিন খবরটি গোপন রাখলেও অবশেষে নিজেই তা জানালেন কল্কি।

মাতৃত্বের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে জানালেন, তিনি এই মুহূর্তে ইজরায়েলি পিয়ানোবাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনিই কল্কির সন্তানের বাবা। কিছুদিন আগেও সেই ইজরায়েলি প্রেমিকের সঙ্গে একটি ছবি দেন কল্কি। তাঁদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। এবার তাই দেরী না করে, সন্তানের খবরও নিজেই জানালেন কল্কি।

কল্কি জানান, তিনি এই মাতৃত্ব অনুভব করছেন এবং তাঁর জীবনে এর প্রভাবও রয়েছে। মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে কল্কি বলেন, পরিবর্তন অনুভব করছি। এখন অনেকে বেশি শান্ত, স্থির, ধৈর্যশীল ও স্বাধীন হয়েছি।

কিন্তু মাতৃত্বের জন্য নিজের কাজে কোনও রকম ব্যাঘাত আনতে চান না কল্কি। আবার একসঙ্গে অনেকগুলি কাজও করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, অবশ্যই আমি কাজ করতে চাই। কিন্তু আগের থেকে কম।

সম্প্রতি কল্কিকে অনুরাগ কাশ্যপ পরিচালিত ওয়েব সিরিজ সেক্রেড গেমস সিজন ২-য় দেখা গিয়েছে। এক সময়ে এই অনুরাগের সঙ্গে সম্পর্কে থেকেও মা হতে চাননি কল্কি। তার পরে ২০১৫-য় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও জানি না কখন আমার ইচ্ছাগুলো বদলে যেতে শুরু করেছিল। অনুরাগের সঙ্গে আমার ব্রেক আপের পর পুরনো ভাবনাগুলোকে নতুন করে জানি আমি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...