“মা”

মাগো তোমায় হারিয়ে আজ বুঝেছি আমি
এ পৃথিবীতে ছিলে তুমি সব থেকে দামি।
থাকতে এ পৃথিবীতে বুঝিনি কদর তোমার
কত অভাগী সন্তান আমি পাগল পাড়ার।

কত অভিযোগ শত অভিমান রেখেছিলে পুষে বুকে
তবুও করেছো দোয়া তোমার সন্তানরা যেন থাকে শান্ততে সুখে।

মা হারিয়ে এতিম আমি হয়েছি অসহায়।
মা হারিয়ে এতিম আমি হয়েছি অসহায়।

মা থাকতে মায়ের দরদ করেনা যে সন্তান
সময় থাকতে ক্ষমা চেয়ে নাও এটাই আহ্বান।

মা হারা জীবন দগ্ধ অনল
পুরে হয় ছারখার
মাকে ভালোবাসা
মাকে কাছে রাখো
হারালে পাবেনা আর।

লেখক: মোছাঃ ফাতেমা খাতুন সিনিয়র সহকারি শিক্ষক ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন...