মিমি’র ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করলেন তারেক রহমান

এস এম শরিফুল ইসলাম,নড়াইল: নড়াইলের লোহাগড়ায় দিনমজুর পরিবারের মেধাবী শিক্ষার্থী মিমি আক্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেডিকেলের প্রথম বর্ষের বই, এপ্রোন, স্টেথোস্কোপ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।

রোববার (২ ফেরুয়ারি) সকালে নবগঙ্গা ডিগ্রি কলেজের হল রুমে এ সব বিতরণ করেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ও ইন্টার্নী ডাঃ রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রকি।

এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, সদস্য সাজ্জাদ শিকদার, হিরন মৃধা, ছাত্রনেতা সুজাত সরদার লিমন,লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন,আলী হাসান সহ ছাত্রনেতা।

নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের আইনজীবী,বাংলাদেশ জাতীয় ক্রিকেটে বোর্ডের উপদেষ্টা এডভোকেট কামরুজ্জামান কচি,সাবেক ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম এর সহায়তায় আরো কিছু নগদ অর্থ দিয়ে মিমির পাশে দাড়ান।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহেল রানা বলেন, তারেক রহমানের প্রেরণা ও নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে মেধাভিত্তিক একটি জাতি বিনির্মানে বদ্ধপরিকর।

আরও পড়ুন...