মিমির বেডরুমে ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: সকালবেলা তাড়াতাড়ি করে উঠে কোথাও যাওয়ার থাকলে কার না ভালো লাগে? বিশেষ করে সময়ে কোনও জায়গায় পৌঁছনোর থাকলে যেন আরও বেশি করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তবে এই তালিকায় শুধু আপনি, আমি নেই, রয়েছেন তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে মিমি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সম্প্রতি মিমি গিয়েছিলেন মুম্বইতে। মুম্বই থেকে কলকাতায় ফেরার জন্য মিমির বিমান ছিল সকালেই। বিমান ধরার জন্য তাড়া থাকলেও, কিছুতেই যেন বিছানা ছাড়তে মন চাইছে না মিমির।

কোনও একজনকে প্রায় জোরজবরদস্তিই মিমিকে বিছানা থেকে তুলে দিতে দেখা যায়। যদিও শেষপর্যন্ত মিমি বিমানবন্দরে পৌঁছন, এবং বিমান ধরতে সফলও হন। মিমির কথায়, সব সময়ই নাকি বিমান ধরার জন্য তাঁর এই অবস্থাই হয়। যদিও প্রত্যেকবারই শেষপর্যন্ত ঠিকঠাকভাবে বিমানে উঠে গিয়েছেন।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী। ফেসবুক, টুইটার থেকে ইনস্টাগ্রাম, সবেতেই মাঝে মধ্যেই নানান ভিডিয়ো ও ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে।

পিবিএ/বিএইচ

https://www.facebook.com/itsmimichakraborty/videos/731576804000701/?t=11

আরও পড়ুন...