মিরপুরে ‘গাড়ি চোর চক্রের’ পাঁচ সদস্য গ্রেপ্তার

গাড়ি চুরির অভিযোগে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এরা হলেন- সাগর (২৩), সোহেল (২৬), সাকিব হোসেন (২৫), হাসান (২৬) ও কামরুজ্জামান (৩৯)।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে চারটি পিকআপ জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানায়।

বুধবার বিকালে কারওয়ান বাজারের র‌্যাব-৪ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে বলেন, গত তিন বছর ধরে এই চক্রটি গাড়ি চুরির সঙ্গে জড়িত। চক্রটি শতাধিক গাড়ি চুরি করেছে।

“এই চক্রটি সাধারণত পিকআপ চুরি করত। কারণ পিকআপে সাধারণত দুজনকে বেশি থাকে না আবার অনেক ক্ষেত্রে শুধু চালক থাকে।”

সাকিব হোসেনের বাড়ি কুমিল্লায় আর বাকিদের বাড়ি নারায়ণগঞ্জে।

র‌্যাব কর্মকর্তা বলেন, সোহেল ও সাগর দুই ভাই, তাদের বাবা গাড়িচালক ছিলেন। তাই গাড়ির খুঁটিনাটি সবকিছু তারা জানে। সোহেল মুহূর্তের মধ্যে গাড়ির জিপিএস সিস্টেম অকেজো করে ফেলতো।

“চক্রটি মোবাইল ফোন ও সিম চার থেকে পাঁচ দিনের বেশি ব্যবহার করত না। যেখানে তারা ঘুমাত, সেখান থেকে মোবাইল ফোন এক মাইল দূরে রাখতো।”

তিনি বলেন, পাঁচজনের সবাই মাদকাসক্ত। গত তিন বছরে তারা একবার গ্রেপ্তার হয়েছিলেন।

আরও পড়ুন...