রাজধানীর মিরপুর মডেল থানার সেকশন-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র চাকুসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:- মো. শাকিল (২৩) ও মো. রাব্বী (১৯)। রোববারর (১২ জানুয়ারি) মিরপুর মডেল থানার একটি দল তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মিরপুর মডেল থানার সেকশন-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি চাকুসহ শাকিল ও রাব্বীকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের সহযোগী দুজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতাররা বিভিন্ন স্থানে অবস্থান করে ছুরি, চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিত। তারা মিরপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।