মিরপুরে ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব

পিবিএ,ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে বৃষ্টির পর ভেজা আউটফিল্ডোর কারণে টসে বিলম্ব হচ্ছে।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। টস হওয়ার কথা ছিল ৬টায়। কিন্তু বৃষ্টির পর ভেজা আউটফিল্ডোর কারণে মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় টস হয়নি।

আজ (শুক্রবার) সারাদিনই ঢাকায় কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মুষলধারে বৃষ্টি ঝরেছে। আপাতত বৃষ্টি বন্ধ। তবে মিরপুরের মাঠ অনেকটাই ভেজা রয়ে গেছে। মাঠ শুকানোর জন্য কাজ করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানরা।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আম্পায়াররা আরেকবার মাঠের অবস্থা দেখবেন। তারপর জানাবেন সিদ্ধান্ত। সেই সময় পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হচ্ছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...