মিরপুর ইনডোর স্টেডিয়াম অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই


পিবিএ, ঢাকা : যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।

আজ মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং ক্রীড়া পল্লী ০১ ও ০২ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল উক্ত স্থানগুলো পরিদর্শন করেন ।

জানা গেছে, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং ক্রীড়া পল্লী ০১ ও ০২ কে অস্থায়ী হাসপাতাল হিসাবে ব্যবহার করা যাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল আজ উক্ত স্থানগুলো পরিদর্শন করেন ।

উল্লেখ্য, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল করোন ভাইরাস মহামারিতে জনসাধারণের চিকিৎসা সেবার কথা চিন্তা করে দেশের স্টেডিয়াম গুলোকে অস্থায়ী হাসপাতাল হিসাবে ব্যবহারের ঘোষণা দেন।

পিবিএ/মোআ

আরও পড়ুন...