বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সেরা অলরাউন্ডারের তালিকায় সবার আগে যে নামটি আসে সেটি হচ্ছে সাকিব আল হাসান। কেননা তার মতো অলরাউন্ডার গোটা বিশ্বে হাতে গোনা আছে মাত্র কয়েকজন।
সাকিব বাংলাদেশের সেরা অলরাউন্ডার এই কথাটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেশ কয়েকবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন। সবশেষ শুক্রবার পাপন জানিয়েছেন দলে সাকিবের বিকল্প এখনো তৈরি হয়নি।
পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলব যে সাকিবের বিকল্প আমাদের এখনো নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে। আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।’
তবে সাকিবের পাশাপাশি দলের আরেক অলরাউন্ডার মেহেদী হাসানকে মিরাজের কথাও টেনেছেন পাপন। সাকিবের মতো পাক্কা অলরাউন্ডার হতে না পারলেও তার কাছাকাছি যেতে মিরাজকে দিয়েছেন টোটকা।
পাপন বলেন, ‘আশা করি বেশ কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।’