পিবিএ : মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা আট সপ্তাহের জন্য শুধু মিল্কভিটার ক্ষেত্রে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
সোমবার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান মিল্কভিটার এক আবেদনের শুনানি করে এই আদেশ দেন। এর ফলে বাজারে মিল্কভিটার দুধ বিক্রিতে কোনো বাধা থাকছে না বলে জানান মিল্কভিটার আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ ফরহাদ। এ দিন আদালতে মিল্কভিটার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আইনজীবী হানিফ বলেন, মাথাব্যথার জন্য আমরা মাথা কেটে ফেলতে পরি না। হাইকোর্ট কাল যে আদেশ দিয়েছে, তাতে খামারিরা ও উৎপাদকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন, বিপর্যয়ের মধ্যে পড়বেন তারা। তাই আমরা মিল্কভিটার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়েছিলাম।
আমরা বলেছি, দুধে এন্টিবায়োটিক বা অন্য সমস্যা থাকলে তা পর্যায়ক্রমে দূর করতে হবে। তবে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের অনুমোদিত বাকি ১৩টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন হাইকোর্টের আদেশ অনুযায়ী পাঁচ সপ্তাহ বন্ধই থাকছে বলে জানিয়েছেন মিল্কভিটার আইনজীবী।
পিবিএ /ইকে