মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলি: নিহত ১

পিবিএ ডেস্ক: মিয়ানমারের উত্তরের শান স্টেটে সেনাবাহিনী ও বিদ্রোহীদের গোলাগুলির মধ্যে পড়ে একটি অ্যাম্বুলেন্সে থাকা এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়া এতে আরো অন্তত চারজন আহত হয়েছেন। হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, চীন সীমান্তবর্তী রাজ্য শান স্টেটের সবচেয়ে বড় শহর লাশিও থেকে ১৩ মাইল দূরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সেখানে আদিবাসী ‘বিচ্ছিন্নতাবাদী’ দলগুলো স্বায়ত্তশাসনের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহ দমনে কেন্দ্রীয় সরকার সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...