পিবিএ,ঢাকা: মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনায় আহত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও যাত্রীরা দেশে ফিরেছেন।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল আহতদের সঙ্গে কথা বলেন ও তাঁদের খোঁজ-খবর নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের প্লেনের পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে আর আহত অন্যদের রাজধানীর অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হবে।
এর আগে আহতদের দেশে ফিরিয়ে আনতে বিকাল ৩টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হয়। ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছায় বিকাল ৫ টার পর।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি (বিজি ০৬০) বুধবার (৮ মে) বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের ১৯ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৮ জনকে মিয়ানমারের হাসপাতালে নেওয়া হয়। ১১ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যায় বলে জানা যায়।
শাকিল মেরাজ জানান, আহত আরোহীরা মিয়ানমারের দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁদের সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিমানের কথা হয়েছে।
পিবিএ/এএইচ