‘মি টু অভিযোগে কাজের পরিবেশ বদলে গিয়েছিল : কৃতি স্যানন

kriti

পিবিএ ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন বলেছেন, ‘যখন হাউসফুল ফোর সিনেমার পরিচালক সাজিদ খান এবং সহশিল্পী নানা পাটেকারের বিরুদ্ধে মি টু সংক্রান্ত অভিযোগ উঠেছিল, তখন সিনেমার গোটা টিমই চেষ্টা করছিল খুব দ্রুত কাজ শেষ করার। যাতে শেষ পর্যন্ত তাদের সিনেমাটি খারাপ না হয়ে যায়।’ যদিও অভিযোগ ওঠার পরে সিনেমা থেকে সরে দাঁড়াতে হয় পরিচালক সাজিদ খানকে। তার জায়গায় আসেন ফারহাদ সামজি। তনুশ্রী দত্ত যৌন হেনস্থার অভিযোগ আনার পরে নানা পাটেকারকেও সরে দাঁড়াতে হয়। তার জায়গায় আসেন রানা ডুগ্গুবতী।

কৃতি বলেন, ‘পরিবেশটা কেমন অদ্ভুত লাগছিল। হঠাৎ করে মাঝপথ থেকে অন্য একজন পরিচালক আমাদের পরিচালনা শুরু করে দিলেন। কিন্তু আমরা প্রযোজক সাজিদ নাদিওয়ালা স্যারের উপর আস্থা রেখেছিলাম। তিনিই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং খুব ভালোভাবে বিষয়টিকে মিটিয়েছিলেন।’ কৃতি বলেন অক্ষয় কুমার, ববি দেওয়াল, রীতেশ দেশমুখ, পূজা হেজ সকলে চাইছিলেন সিনেমাটি ভালো হোক। সে জন্যই তারা খুব খেটে নির্ধারিত দিনের একদিন আগেই শুটিং শেষ করে ফেলেন।

মি টু সংক্রান্ত অভিযোগ ওঠার পরে বেশ কিছু বড় ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং বাকি ছিল। সাধারণভাবে হাইসফুল সিনেমায় এই দৃশ্যগুলো খুব মজাদার হয়। কারণ সেখানে প্রায় সব তারকা উপস্থিত থাকেন। আমাদের প্রযোজক সিদ্ধান্ত নেন নতুন করে বেশি টাকা খরচা করে সেই দৃশ্যগুলোর পুনরায় শুটিং করা হবে। কৃতিকে এরপরে ‘লুকাছুপি’ সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা যাবে। সেই সিনেমার পরিচালক লক্ষণ উতেকর এবং গল্পটি লিখেছেন রোহন শংকর। সিনেমাটি মুক্তি পাবে ১ মার্চ।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...