মুক্তিপণের ২ লাখ টাকা না পেয়ে ২ বছরের শিশুকে দ্বিখন্ডিত করে হত্যা

প্রতীকী ছবি

সালাহ উদ্দিন আহমেদ, পিবিএ দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরের ভিনাইল ইউনিয়নের হামলাকুরি গ্রামে ২ বছরের এক শিশুকে রাতের আধাঁরে (চুরি) অপহরণ করে মুক্তিপণ দাবির ২লাখ টাকা না পেয়ে শিশুটিকে নির্মমভাবে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে অপহরণকারিরা। শনিবার সকালে বাড়ীর কাছে একটি পাটক্ষেত থেকে দুই হাত এবং পেটের অংশ ছাড়াই লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুরের ৫ নম্বর ভিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, কৃষিজীবি শাহিনুরের ব্যক্তিগত মোবাইল ফোনসহ দ্বিতীয় পক্ষের স্ত্রীর আড়াই বছর বয়সি প্রথম সন্তান আশিককে (গেল শুক্রবার) রাত তিনটার দিকে খুজে পাচ্ছিলনা পরিবারের সদস্যরা। খোজাখুজির সময় ওই মোবাইল ফোন থেকে পরিবারে অন্য আরেকটি মোবাইলে ফোনে দেয় অপহরণকারিরা। শনিবার সকাল ১০টার মধ্যে বিকাশের মাধ্যমে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে ৪ বার ফোন করে তারা। সকালে বাড়ীর কাছে প্রায় ৩ শত গজ দুরে পাটক্ষেতে শিশুটির দুইহাত এবং পেট ছাড়াই শিশুটি মৃত অবস্থায় খুজে পান পরিবারের সদস্যরা।

অপহরণ এবং হত্যার সাথে নিকট স্বজন জড়িত বলে ধারনা করছেন প্রতিবেশীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুর থানার পরিদর্শক মনিরুজ্জামান পিবিএ’কে জানান, বাবা মায়ের অসতকর্তার সুযোগে শিশুটিকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পিবিএ/এসইউএ/জেডআই

আরও পড়ুন...