মুক্তিযুদ্ধের শহীদ গোলজার হোসেন খানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুরের মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ গোলজার হোসেনের খানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও কবর জিয়ারত করা হয়।
গতকাল বিকালে শহীদ গোলজার হোসেনের খানের পারিবারিক কবর স্থানের সামনে এই মিলাদ ও কবর জিয়ারত অনুষ্টিত হয়।
এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ আন্দোলনের আহবায়ক মাহবুবুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা ডাক্তার দিদার আলম মিনু, সাবেক কর্নেল নুুরুন নবী খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শহীদ গোলজার হোসেন খানের ছেলে প্রবাসী ইকবাল হোসেন খানের সার্বিক সহযোগীতায় মীরওয়ারিশপুর ইউনাইটেড ক্লাব, মুক্তিযুদ্ধা বিষয়ক সংগঠন শহীদ ছালেহ আহম্মদ ম্মৃতি সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মোস্তাফিজ চেতনা মঞ্চ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযুদ্ধের ম্মৃতি সংরক্ষণ আন্দোলন এই মিলাদ ও কবর জিয়ারতের আয়োজন করে।
মুক্তিযোদ্ধাদের সহযোগীতা ও সংগঠিত করার অপরাধে ১৯৭১ সালের ২০ আগষ্ট পাকবাহিনী গোলজার হোসেনকে বাড়ি থেকে আটক করে চৌরাস্তা কারিগরি উচ্চ বিদ্যালয় ক্যাম্পে নিয়ে নির্যাতনের পর হত্যা করে লাশ কালাপোলের নিচে খালে পেলে দেয়।

পিবিএ/ইয়াকুব নবী ইমন/এসডি

আরও পড়ুন...