পিবিএ, গাজীপুরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্নমুখী কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করছে । তিনি বলেন, অসহায় ও গৃহহীন মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণের জন্য দুই হাজার দুইশত কোটি বরাদ্দ করা হয়েছে । পরিবার প্রতি পনেরো লক্ষ টাকা ব্যয়ে প্রায় পনেরো হাজার পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে । মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে । না জানার কারণে অনেকেই এ সুযোগ গ্রহণ করতে পারছে না ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ ১৩ মে রবিবার বিকাল ২ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি এবং গণকর্মচারীগণকে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে । উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনকল্যাণ এবং স্থায়ীত্বের কথা বিবেচনা করতে হবে। জনগণের করের টাকার সদ্ব্যবহার করতে হবে । মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উন্নয়নে বাধাগ্রস্থকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন । তিনি সকল প্রকার সরকারি সম্পত্তির যথাযথ ব্যবহারের প্রতিও আহ্বান জানান । সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের অনুরূপ প্রশিক্ষণ প্রদান করতে হবে । মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।
তিনি এ কাজে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনপ্রতিনিধির প্রতি অনুরোধ জানান। সভায় কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন কে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার পর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন । মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এর পূর্বে কালিয়াকৈর এ জাতির জনক বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ৪ তলা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন ।
পিবিএ/এমআই