তোফাজ্জল লিটন, পিবিএ, নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলো নিউইয়র্ক প্রবাসী নানান প্রশাজীবী বাংলাদেশিরা । জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ৭ ফেব্রæয়ারি শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের সন্তান শাহ জে. চৌধুরী। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ ইসমাইল।
মরহুম মুক্তিযোদ্ধার সন্তান নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট ও সাংবাদিক শাহ জে. চৌধুরী বলেন, আমার বাবার প্রথম মৃত্যুবার্ষকিীতে জাতি ধর্ম নির্বিশেষে নিউইয়র্কের প্রবাসীরা যেভাবে সম্মান দেখিয়েছেন তাতে আমি আপ্লুত। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন , সেই স্বপ্নময় সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরাও প্রবাস থেকে কাজ করছি।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ২ নাম্বার সেক্টরে স্বসস্ত্র সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। দেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশে সেনাবাহিনীতে যুক্ত হয়েছিলেন। ২০১৪ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসওে যান। ২০১৯ সালে ৬ ফেব্রয়ারি তিনি মৃর্ত্যবরন করেন। তাঁর গ্রামের বাড়ি কৃমিল্লাতে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।