মুখের কালোদাগ দূর করতে মুরগীর ডিমের খোসা

পিবিএ ডেস্ক: মুখের কালোদাগ দূর করতে মুরগীর ডিমের খোসা কত তাড়াতাড়ি ত্বক ফর্সা করা যায় বা ফর্সা হওয়া যায় তা নিয়ে মাতামাতির যেনো শেষ নেই। মূলত বাজারের এসব প্রোডাক্ট বেশির ভাগই কেমিক্যাল উপাদান দিয়ে তৈরী হয়।

যা মানব ত্বকের জন্য উপযুক্ত নয়। বরং এইসব প্রোডাক্ট ব্যবহারে ত্বকে নানা জটিল সমস্যা দেখা দেয়।ব্রণ এল্যারজি আরও কত কি, আর এসব থেকেই সৃষ্টি হয় ত্বকে কালো দাগ হওয়া । আজকের লেখায় আমরা ভিন্নরকম একটি প্যাকের ব্যবহার জানবো যা আপনার ত্বকের কালোদাগ দূর করে ত্বক রাখবে সুন্দর।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মুখের কালোদাগ বিলিন করতে মুরগীর ডিমের খোসার প্যাক তৈরির উপায়ঃ

১) কমলার শুকনো খোসা,

২) মুরগীর ডিমের খোসা

৩) যব ও ছোলা,

৪) মসুর ডাল,

৫) কাগজী বাদামের শাঁস।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

১) প্রতিটা উপকরণ ৬ গ্রাম করে নিন এবং সব উপাদান মিহিচূর্ণ করে এতে পরিমানমত পানি মিশ্রন করে প্যাক তৈরীতে মুখে প্রলেভ তৈরী করুন।

২) প্যাকটি মুখে ১/২ ঘন্টা রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধূয়ে নিন। মুখের কালদাগ বিলিন ও ত্বকের অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই প্যাকটি সপ্তাহে ১/২ বার ব্যবহার করতে পারেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...