মুখে কালো কাপড় বেঁধে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

পিবিএ ঢাকা: অবস্থান কর্মসূচির এক মাস পার হয়ে গেলেও নিজেদের কোনো দাবি পূরণ না হওয়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ প্রকাশ করেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে তারা এই কর্মসূচি পালন করে।

২৬ তারিখ মধ্যরাত থেকে চারটি দাবি নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে আসছে পদবঞ্চিতরা। তাদের দাবিগুলো হলো- তাদের ওপর হামলার বিচার, বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়া, যোগ্যদের মূল্যায়ন করা এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ।

জানতে চাইলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা একমাস ধরে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। অথচ আমাদের কোন দাবিই মানা হলো না।’

‘‘তারা (শোভন-রাব্বানী) প্রধানমন্ত্রীর আদেশও অমান্য করেছে। নেত্রী বলেছিলেন বিতর্কিতদের কমিটি থেকে বাদ দিয়ে যোগ্যদের মূল্যায়ন করতে। কিন্তু তারা নেত্রীর নির্দেশ অমান্য করেছে। তাই তীব্র ক্ষোভ ও ঘৃণা থেকে আজ আমরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করি।’’

দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন রাকিব।

পিবিএ/বাখ

আরও পড়ুন...