মুখ্যমন্ত্রী’র আপত্তিকর তথ্য সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের মালিক ও সম্পাদক গ্রেফতার

পিবিএ, ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে আপত্তিকর তথ্য সম্প্রচারের অভিযোগে এক সাংবাদিকের পর এবার সেরাজ্যের এক বেসরকারি টিভি চ্যানেলের প্রধান এবং সম্পাদককে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ। সংবাদমাধ্যম India Today-এর এমনটাই দাবি।

পুলিশ সূত্রের খবর, গত ৬ জুন স্থানীয় ওই টিভি চ্যানেলের একটি টক শো-তে এক মহিলার বয়ান সম্প্রচার করা হয়। যাতে ওই মহিলা নাকি যোগী আদিত্যনাথ সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছিলেন। টিভি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ মহিলার দাবি যাচাই না করেই তাঁরা সম্প্রচার করেছিল। তার জেরে ওই চ্যানেলের মালিক এবং সম্পাদক দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছেন, ওই টক ‘শো’টি সম্প্রচারিত হওয়ার পর এক রাজনৈতিক দলের কিছু কর্মী তাদের কাছে অভিযোগ জানান।

তাদের দাবি ছিল, ওই মহিলার ভ্রান্ত দাবি সম্প্রচারিত হওয়ার জেরে গোটা রাজ্যে হিংসা ছড়াতে পারে। পুলিশও সেই অভিযোগে যৌক্তিকতা খুঁজে পেয়েছে। এক আধিকারিকের কথায়, “এর জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারত।” এমনকী ওই চ্যানেলটির কোনও লাইসেন্সও ছিল না বলে পুলিশ সূত্রের দাবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া চ্যানেল মালিকের নাম ঈশিকা সিং। অন্যদিকে, চ্যানেলের সম্পাদক অনুজ শুক্লা। এদের বিরুদ্ধে অপমানজনক তথ্য সম্প্রচারের পাশাপাশি বিনা লাইসেন্সে চ্যানেল চালানোরও অভিযোগ রয়েছে।

গৌতম বুদ্ধ নগর থানার এসএসপি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, “ওই দু’জনকে দুটি কারণে গ্রেপ্তার করা হয়েছে। একটা অপমানজনক সম্প্রচার আর অপরটি বিনা অনুমতিতে চ্যানেল চালানো।” উল্লেখ্য, শনিবারই যোগী আদিত্যনাথ সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করার অপরাধে এক উঠতি সাংবাদিককে গ্রেপ্তার করেছে যোগীর পুলিশ। বিরোধীরা এই ধরপাকড়কে অভিব্যক্তির অধিকারে হস্তক্ষেপ বলে দাবি করছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...