“মুজিব বর্ষ” বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লিগ শুরু

পিবিএ,দিনাজপুর: মুজিব বর্ষ উপলক্ষে আজ শুক্রবার থেকে দিনাজপুরের স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় ওই প্রতিযোগিতার আয়োজন করেছেন দিনাজপুরের ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা। এতে অংশ নিয়েছে স্থানীয় ১৩টি ফুটবল দল।

উদ্বোধনী খেলায় বিরল উপজেলার খেলোয়াড় কল্যাণ সমিতির সাথে জেলা শহরের সান ফ্লাওয়ার ক্লাব গোল শুন্য ভাবে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। আগামীকালের (শনিবার) খেলায় মানু স্মৃতি ফুটবল একাডেমির মুখোমুখি হবে স্টারস ক্লাবের খেলোয়াড়রা।

বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তজেলা প্রশাসক আবু সালেহ মাহবুবুর রহমান, প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক গোলাম নবী দুলাল এবং সদস্য সচিব আবউস সাত্তারসহ অন্যান্যরা।

আগামী ১৭ জানুয়ারী প্রথম সেমিফাইল এবং পরদিন (১৮ ফেব্রুয়ারী) দ্বিতীয় সেমিফাইনাল শেষে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য পরবর্তীতে তারিখ নির্ধারন করবেন আয়োজকরা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...