মুদ্রা ও মানবপাচার চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

পিবিএ,ঢাকা: রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে মূদ্রা ও মানব পাচার চক্রের মূলহোতাকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

গ্রেফতারকৃতরা হলো- আশিক মিয়া (২৬), জুয়েল মোল্ল্যা (৩৪)। দুজনের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। পিতার নাম- নুরুল হক মোল্যা।

বৃহস্পতিবার ৮ ডিসেম্বর বিকেলে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান ডলার, সৌদির রিয়াল ও ভারতীয় রুপিসহ শরীয়তপুরের জাজিরা উপজেলার নুরুক হকের ছেলেমো. আশিক মিয়া (২৬) কে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় ফেনসিডিলসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ১৮ হাজার ১৬ টাকা।

এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডির-যশোর জেলা।

পরবর্তীতে আশিককে দু’দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মুদ্রা চোরাচালান ও মানব পাচার চক্রের মূল হোতার নাম প্রকাশ করলে যশোর জেলার সিআইডি’র একটি টিম রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সে এর সামনে থেকে আশিকের বড় ভাই মো. জুয়েল মোল্ল্যাকে (৩৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...