মুন্সিগঞ্জের ডিসিসহ ৩৪ জনের করোনা শনাক্ত

পিবিএ,মুন্সিগঞ্জ: কোন উপসর্গ ছাড়াই মুন্সীগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মনিরুজ্জামান তালুকদারের (৪৫) ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) এস এম শফিকের (৪২) করোনা শনাক্ত হয়েছেন। রোববার বিকালে পাওয়া রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে।

রবিবার (১৭ মে) সিভিল সার্জন মুন্সীগঞ্জের রিপোর্ট অনুযায়ী মুন্সীগঞ্জে ৩৪ জন নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন। ২৩৪ জনের রিপোর্টের মধ্যে ৩৪ জনের পজেটিভ এসেছে। এপর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন।

গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসম পাঠানো হয়। তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তাঁর শারিরে এখনও কোন উপসর্গ পরিলক্ষিত হয়নি। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েবের করোনা পজেটিভ আসে। তার সাথে মিটিং করোর কারণেই জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

জেলা প্রাশাসক মো: মনিরুজ্জামান তালুকদার জানান, করোনার শুরু থেকেই মুন্সীগঞ্জ প্রশাসন রাতদিন কাজ করে যাচ্ছে। আমাদের জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী মাঠেই ছিল এবং এখনও আছে। আমাদের অফিসারদের আক্রান্ত হয়ে যাওয়ার বিষয়টি কাজে ইনশাল্লাহ প্রভাব ফেলবেনা। মানুষের সেবায় কাজ করে যাচ্ছি আমরা এবং করবই। সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাদের হেফাজত করে আবার আপনাদের সেবায় কাজ করার সুযোগ দেন।

জেলা প্রশাসক করোনা মহামারির শুরু সম্মুখ যোদ্ধা হিসাবে তিনি মুন্সীগঞ্জ জেলার করোনা মোকাবেলায় সাহসী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

পিবিএ/আল মামুন/এমআর

আরও পড়ুন...