উল্টো পথের বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

স্কুল ছাত্র অন্তর

পিবিএ, ঢাকা: ঢাকা-মাওয়া মহাসড়কে উল্টো পথে বেপরোয়া একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছে এক স্কুলছাত্র। আজ শনিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মো. অন্তর (১২)। সে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকার মালয়সিয়া প্রবাসী মো. রাজা মিয়ার ছেলে এবং মেদেনীমন্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শনিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মেদনীমন্ডল এলাকায় বাড়িতে টিফিন খেতে বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয় জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেন। আড়াই ঘণ্টা পর লৌহজং থানার নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম ঘটনার বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, মাওয়া থেকে ঢাকামুখী বনফুল পরিবহনের একটি বাস উল্টো দিক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে থাকা স্কুলছাত্র অন্তরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই সে মারা যায়।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান গোলাম মোর্শেদ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...