মুন্সিগঞ্জে ৪০ লাখ মিটার কারেন্ট জাল-বিপুল পরিমাণ জাটকা জব্দ

মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪৫০ কেজি জাটকা ও পৃথক আরেক অভিযানে ৪০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ নারায়নগঞ্জ অঞ্চল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চল মুন্সিগঞ্জের মিরকাদিম মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৪৫০ কেজি জাটকা ইলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ০১ লক্ষ ৩৫ হাজার টাকা।

পৃথক অভিযানে মুন্সিগঞ্জ সদর থানাধীন কাজির কসবা এলাকায় অবৈধ কারেন্ট জাল তৈরীর আয়রন কারখানায় অভিযান চালিয়ে ৪০ লাখ মিটার কারেন্ট জাল যার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করাসহ উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...