গত বুধবার (১০ আগস্ট) র্যাব-১০’র আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার বড়ই হাজী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫,২৩,০০০ (পাঁচ লক্ষ তেইশ হাজার) টাকা মূল্যের ৫২৩ (পাঁচশত তেইশ) লিটার চোলাই মদসহ আপন দুই ভাইকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সুরেন গমেজ (৫২) ও ২। নরেন গমেজ (৪৪) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সিরাজদীখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।