মুন্সীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত আরো ২০ জন

পিবিএ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মঙ্গলবার নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ২৯২ জনের করোনা শনাক্ত হলো। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, গজারিয়ায় ৬ জন এবং লৌহজং উপজেলায় ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মুন্সীগঞ্জে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯২ জনে। মুন্সীগঞ্জের স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন ১৩ জনের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার নারী (৫০), পঞ্চসারের নতুনগাঁও পিবিআই অফিসের পুলিশ সদস্য পুরুষ (২৮), মোল্লাকান্দির মাহিলা (৭০), মানিকপুরের মহিলা (৬০), মানিকপুরের কন্যা শিশু (৭), রিকাবীবাজারের মহিলা (৪৫), রিকাবীবাজারের পুরুষ (৩২), মুক্তারপুরের মহিলা (৩৮), আটপাড়া গ্রামের পুরুষ শিশু (১০), পানাম গ্রামের পুরুষ (৪২), আমতলা গ্রামের নারী (৩০), মালিপাথর গ্রামের মহিলা (২৭) । এছাড়াও পুরুষ (২৪)। গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা পজেটিভ এসছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ (৫৮), পুরুষ (৩২) ও পুরুষ (১৬)। গজারিয়া সোনালী ব্যাংকের কর্মকর্তা পুরুষ (৩৯), পুরনো বাউশিয়া গ্রামের পুরুষ (৫২) ও লক্ষীপুরা গ্রামের মহিলা (৫০)। লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের পুরুষের (২৯) করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এই তথ্য দিয়ে জানিয়েছেন, ১০ মে পাঠানো নমুনার ৮২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলোআপ আরও ৪ জনের করোনা পজেটিভ এসেছে। বাকী ৫৮ জনের করোনা নেগেটিভ। এই নিয়ে মুন্সীগঞ্জে ১৪৪৪ জনের রিপোর্ট পাওয় গেছে। মঙ্গলবার আরও ১৩৪ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। মোট ১৮১৯ জনের নমুনা প্রেরণের তথ্য দিয়েছেন সিভিল সার্জন।
পিবিএ/মো: আল মামুন/এএম

আরও পড়ুন...